4:19 pm , August 29, 2023

জেলা পুলিশের তৎপরতায়
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পুলিশের ১০ থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪১টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা পুলিশ অফিসের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপারবলেন, মোবাইল ফোন উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। বরিশাল জেলা ডিবি ওআইসিটি শাখা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জেলা গোয়েন্দা ও আইসিটি শাখার সমন্বয়ে গঠিত একটি দল গত একমাসে ৪১টি মোবাইল ফোন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছেন। এ নিয়ে গত ৮ মাসে ১৬১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা পুরাতন ইলেক্টনিক্স ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। পুরাতন ইলেক্টনিক্স ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ভালোভাবে যাচাই-বাছাই করে ক্রয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের রসায়ন বিভাগের প্রভাষক অভিজিৎ সিকদার জানান, গত ১৩ মার্চ উজিরপুরের গুঠিয়ায় একটি অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোনটি হারিয়ে যায়। অফিসিয়াল কাজে ব্যবহার করা ফোনটি হারিয়ে যাওয়ায় পরের দিন উজিরপুর থানায় সাধারণ ডায়েরী করেন তিনি। ফোনটি ফিরে পেয়ে খুবই খুশি তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(জেলা বিশেষ শাখা) রেজওয়ান আহমেদ।