4:18 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বরিশালের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক নুরুজ্জামানের মা ফাতেমা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) ভোররাত ৪:১৫ মিনিটে নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠিস্থ নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর কাশিপুর ইছাকাঠী কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সংলগ্ন পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাজার নামাজে অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান খান স্বপন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, দৈনিক বরিশালের কাগজ পত্রিকার প্রকাশক ডা: নজরুল ইসলাম, কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ, কাজী মনিরুল ইসলাম শহিদ প্রমূখ। এদিকে ফাতেমা বেগমের মৃত্যুতে শোক প্রকাশক-সম্পাদক পরিষদের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ। বরিশাল এয়ারপোর্ট থানা প্রেসক্লাব এর সহ সভাপতি কামরুল আলম মামুন সাধারণ সম্পাদক এম. লোকমান হোসাঈনসহ সকল সদস্যবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক: এম. লোকমান হোসাঈন, উপদেষ্টা ম-লীর সভাপতি: নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক: মো: আরিফুল ইসলাম, মো: জাকির হোসেন সবুজ, নির্বাহী সম্পাদক: মো. ফরহাদ হোসেন (ফুয়াদ), ব্যবস্থাপনা সম্পাদক: রিয়াজ চৌধুরী, আইন উপদেষ্টা: মো: জাহিদুর রহমান রাজীব ও বার্তা সম্পাদক বেলাল হোসেন ও সাগর বৈদ্য সহ সময়ের বার্তা পরিবারবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।