বরিশালে বাসের চাপায় নারী নিহত বরিশালে বাসের চাপায় নারী নিহত - ajkerparibartan.com
বরিশালে বাসের চাপায় নারী নিহত

4:17 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রিবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক ইঞ্জিনচালিত ভ্যানের নারী যাত্রী  নিহত হয়েছেন। এছাড়াও ভ্যানের চালক আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন।
নিহত যাত্রী হলেন রুবী আক্তার (৪৫)। সে আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের সুন্দরগাঁও গ্রামের বাসিন্দা। আহত ভ্যান চালক হলেন : আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার গ্রামের আলাউদ্দিন কাজী।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো নারায়নগঞ্জ-কুয়াকাটা রুটের বাস নিউ অন্তরা ক্লাসিক। বাসটি আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় পৌঁছলে শাখা সড়ক থেকে মহাসড়কে উঠে পড়ে ইঞ্জিনচালিত ভ্যান। এতে বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে নিহত হয় নারী যাত্রী। গুরুতর আহত হয়েছে ভ্যানের চালক। তবে ভ্যানে থাকা কিশোর লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেছে। সে সম্পূর্ন সুস্থ্য বলে জানিয়েছেন বিপুল হোসেন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। নিহত নারীর লাশ মহাসড়ক থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।
বাস আটক করা হলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। যাত্রীরা নিজ উদ্যোগে অন্য বাসে গন্তব্যে যাত্রা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT