4:17 pm , August 29, 2023
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে নদীতে পরে নিখোঁজ হয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী নিশাত তাসনিন তানহা। ২৯ আগষ্ট মঙ্গলবার বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের রাস্তার মাথা নামক এলাকায় যোগরিকান্দা – ধামুড়ার সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোজ হয়েছেন । স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার জ্যেষ্ঠ কন্যা নিশাত তাসনিন তানহা (১৫) ও তা পুত্র তাজোয়ার হাসান নীভির (১০) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উজিরপুরের গ্রামের বাড়ীর পিছনে নদীতে শখ করে গোসল করতে যায়। দু ভাইবোন একত্রে পা পিছলে নদীর মধ্যে পড়ে গেলে পুত্র তাজোয়ার হাসান ডাক চিৎকার দিলে মা তানিয়া নাসিম ঘর থেকে বের হয়ে এক সন্তানকে ধরে ফেলে। এসময় অন্য সন্তান কলেজ ছাত্রী নিশাত তাসনিন তানহা পানির ¯্রােতে হারিয়ে যায়। ৭ ঘন্টা ধরে সে নিখোজ তানহার কোন সন্ধান পাওয়া যায়নি। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল টিম লিডার কলিম উল্ল্যাহ জানান ,একাধিক ডুবুরী দল তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।