4:15 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উৎসব মুখর পরিবেশে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চন্দ্রমোহন স্কুল মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। প্রকাশ্যে ভোটের মাধ্যমে দুই সদস্য বিশিষ্ট
কমিটি গঠন করা হয়েছে বলে কোতয়ালী বিএনপির আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু জানিয়েছেন। ঘোষিত কমিটির সভাপতি হচ্ছেন কাজী মো. ফিরোজ আলম ও সাধারন সম্পাদক আব্দুল হাই খান। এ্যাড. বাচ্চু জানান, উৎসব মুখর পরিবেশে হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও জানান, ত্রি-বার্ষিক এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোতয়ালী বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, যুগ্ম-আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, আলহাজ্ব মন্টু খান প্রমুখ। সম্মেলনের সভাপতিত্ব করেন কাজী মো. ফিরোজ আলম। প্রধান অতিথি ছিলেন কোতয়ালী থানা বিএনপির আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু।