4:09 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা-৩ আসনের এমপি এপিএসের সাথে নগ্ন ভিডিও ফাঁস লিখে ফেইসবুকে পোষ্ট দেয়ায় ৪ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী। মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক তজুমদ্দিন থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।
মামলার বাদী মোহনা বেগম ভোলার তজুমদ্দিন উপজেলার পশ্চিম চাচড়া গ্রামের মো. মনিরের কন্যা। সে উপজেলার চাচড়া ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি বলে জানিয়েছেন মোহনা বেগম।
বিবাদীরা হলেন-তজুমদ্দিন উপজেলার মিজানুর রহমান টিপুর ছেলে আশিকুর রহমান তৌসিক, জাকির হোসেনের ছেলে এমএইচ হুমায়ন, মো. মাসুদের ছেলে লিমন খান ও মো. ইয়াকুবের ছেলে পাভেল।
মামলার বরাতে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানান, গত ২৭ আগষ্ট বিবাদীরা তাদের ফেইসবুকে বাদী ও ভোলা-৩ আসনের এমপি শাওনের এপিএস মিজানুর রহমানের নগ্ন ভিডিও ফাঁসসহ আপত্তিকর মন্তব্য প্রচার করে। ফেইসবুকে অপ প্রচার করে মানসম্মান ক্ষুন্ন করে বাদীর সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যত হুমকিতে ফেলেছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে বিবাদীদের ডিভাইস জব্দ করে ফরেনসিক মতামতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ গ্রেপ্তারী পরোয়ানারও আর্জি জানিয়েছিলেন।