4:08 pm , August 29, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের মৃত নিরাঞ্জন হালদারের ছেলে লিটন হালদার দীর্ঘদিন ধরে দুটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে তার ঘের থেকে বালু উত্তোলন করে আসছিল। অবৈধভাবে বালু উত্তোলন করায় মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত লিটন হালদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ, ভুমি অফিসের পেশকার সোহেল আমিনসহ প্রমুখ।