4:06 pm , August 29, 2023

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১২ জন ইউপি সদস্যকে শপথ পাঠ করান কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু। উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আইসিটি অফিসার মোঃ মেহেদী হাসান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৭ জুলাই পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট পিরোজপুর জেলা প্রশাসক মহোদয় নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে শপথবাক্য পাঠ করান।