4:06 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে ইসলামি ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋন, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা। শেখ মুজিব মানেই বাঙালি জাতির আশ্রয়-ভরসা। শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। দেশের স্বাধীনতার জন্য তার আপোষহীন মনোভাব, অসীম দেশপ্রেমের সঙ্গে সঙ্গে বিশ্বের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী মহান বীরের উজ্জ্বল দৃষ্টান্ত বাঙালি জাতির জন্য রেখে গেছেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মোঃ আলম হোসেন ও বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।