4:14 pm , August 28, 2023

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় লাইলী বেগম নামে এক বিধবার ঘর উত্তোলনে প্রতিপক্ষের বাঁধা প্রদান ও হামলায় নারীসহ তিন জন আহত হয়েছে। রোববার রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, আমুরবুনিয়া গ্রামের মৃত আঃ মজিদ হাওলাদার ওরফে চাঁন মিয়ার স্ত্রী লাইলী বেগম শ^শুরের প্রাপ্য জমিতে একখানা ইমারত নির্মাণের কাজ শুরু করেন। এতে তার ভাসুর নয়া মিয়া হাওলাদার ও তার ছেলে বাবুল, সেলিম ও খোকন বাঁধা প্রদান করে আসছিল।
বিধবা লাইলী বেগম জানান, রোববার রাতে বাবুল ও সেলিমের নেতৃত্ব ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার নির্মানাধীন ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে বাবুল ও তার লোকজনের হামলায় রাজমিস্ত্রী খোকন (৫৫), তার পুত্র সবুজ (২২) ও শিউলী বেগম (৫৫) আহত হয়। পরে প্রতিবেশীরা ধাওয়া দিয়ে রহমান নামে এক যুবককে আটক করেন। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার এসআই মোঃ নজরুল ইসলাম বিধবার নির্মানাধীন বাড়িতে হামলা ও ভাংচুরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ব্রিজের ওপর পড়ে আঃ রহমান নামে এক যুবক আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।