মুলাদীতে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার আসামী বাবা-ছেলে গ্রেপ্তার মুলাদীতে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার আসামী বাবা-ছেলে গ্রেপ্তার - ajkerparibartan.com
মুলাদীতে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার আসামী বাবা-ছেলে গ্রেপ্তার

4:12 pm , August 28, 2023

নিজস্ব প্রতিবেদক মুলাদীতে জমির বিরোধে আপন ভাইয়ের ছেলেকে হত্যার মামলার আসামী চাচা ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। রোববার দিনগত গভীর রাতে আসামী বাবা-ছেলেকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো-মুলাদী উপজেলার উত্তর চরপদ্ম গ্রামের মৃত কালু সরদারের ছেলে করিম সরদার (৫০) ও তার ছেলে ইয়াছিন সরদার (১৯)। করিম সরদারের ভাই রহিম সরদারের ছেলে রায়হান সরদারকে (১৭) গত ১৫ আগষ্ট দুপুরে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও রায়হানের ভাই ইমরান সরদারকে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় রায়হানের মা সূর্যবান বেগম বাদী হয়ে বাবা করিম, মা সাফিয়া বেগম ও ছেলে ইয়াসিনকে আসামী করে মুলাদী থানায় হত্যা মামলা করে।
সোমবার নগরীর রুপাতলীতে র‌্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, দুই ভাইয়ের ঘরের মাঝে জমি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে রায়হান সরদার ও তার ভাই ইমরান সরদারকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এতে রায়হান ঘটনাস্থলেই মারা যায় এবং ইমরানকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হত্যাকান্ডের ঘটনার পর হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব ছায়া তদন্তে নেমে আসামীদের অবস্থান শনাক্ত করে এবং ঢাকা মহানগরের বংশাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে র‌্যাব-১০ এর একটি দল সহায়তা করেছে। গ্রেপ্তার করা আসামীদের মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT