4:04 pm , August 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলের উত্তরপত্র পূন.নিরীক্ষণে ১৭১ জনের পরিবর্তন হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ফলাফল ঘোষনা করা হয়েছে বলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানিয়েছেন। তিনি বলেন, পূন. নিরিক্ষনে ফেল থেকে পাস করেছেন ৩ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। মোট ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী পুন. নিরীক্ষণের জন্য ২১ হাজার ৩৯৭টি আবেদন করেছিলেন।
গত ২৮ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিলো ৯০ দশমিক ১৮ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। ২৯ জন বেড়ে এখন এ সংখ্যা হয়েছে ৬ হাজার ৩৪০ জন। বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৪৭৭ টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯১ হাজার ৯৭৯ জন। যারমধ্যে ১৯০ টি কেন্দ্রে অংশ গ্রহন করে ৯০ হাজার ১৯৬ জন এবং পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছিলো ৪৫ জন।