4:03 pm , August 28, 2023
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা মধ্যে চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার ( ২৭ আগষ্ট) রাতে উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের এন এম আলমগীর বাদি হয়ে ৫ জনের নাম সহ ২/৩ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে দক্ষিণ আইচা থানায় এ মামলা দায়ের করেন। জানা যায়, গত শুক্রবার (২৫ আগষ্ট) ভোররাতে বিবাদীরা মধ্য চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ঘরটি ভাংচুর করে নিয়ে যাওয়ার তিনদিন অতিবাহিত হলে স্কুল খোলার তারিখে ২৭ আগষ্ট রবিবার সকাল দশটার দিকে ওই কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়ে স্থানীয় চরমানিকা ৮ নম্বর ওয়ার্ড এক কপাট সুইস গেইট সংলগ্ন স্কুলটি ফিরে পেতে মানববন্ধন করেন। এরপর ওইদিন রাতেই দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন, চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড চরআইচা গ্রামের মৃত আলহাজ মৌলভী সৈয়দ আহাম্মেদের ছেলে কো-ইড স্কুলের সভাপতি মো. বশির উল্লাহ মিয়া (৭০), ও তার ছেলে এমনানুল হক বাকের (৩৫), হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন মুন্সী’র ছেলে মাহাবুব (৪০), রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিন ছেলে মো.সোহাগ (৩২), চরআইচা ৮ নম্বর ওয়ার্ডের মৃত বাদল হাওলাদার ছেলে নসু হাওলাদার (৫৫) সহ অজ্ঞাতনামা ২/৩ জন । দিক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, খুব দ্রুতই দোষীদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।