ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক এখন ছোটমনি নিবাসে ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক এখন ছোটমনি নিবাসে - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক এখন ছোটমনি নিবাসে

3:57 pm , August 28, 2023

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে জন্ম নেয়া মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতককে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে নবজাতককে অ্যাম্বুলেন্সে করে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়। রবিবার পৌরশহরের ভুবনেশ^র ব্রীজ সংলগ্ন সড়কের পাশে ওই নবজাতকের জন্ম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই মানসিক ভারসাম্যহীন মহিলা ভান্ডারিয়ার পৌর শহরে ঘোরাঘুরি করেন। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন তিনি। প্রসব ব্যথা ওঠার পর ওই নারী সড়কের পাশে একটি ছেলে সন্তান প্রসব করলে পথচারী কয়েক জন মহিলা দেখতে পেয়ে শিশু ও ওই নারীকে উদ্ধার করে  ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই নবজাতককে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT