কিশোরী অপহরনে মামলা কিশোরী অপহরনে মামলা - ajkerparibartan.com
কিশোরী অপহরনে মামলা

4:36 pm , August 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ বছরের কিশোরীকে অপহরণ করায় ৫ জন নামে মামলা হয়েছে । বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন গতকাল বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারি মোঃ হুমায়ুন কবির জানান যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছে মুলাদী থানার চর পদ্মা গ্রামের ফজলু ঘরামী সজল ঘরামী সবুজ ঘরামি আবুল হোসেন ঘরামী মোহাম্মদ আলীম শাহ চার-পাঁচজনকে আসামি করে আপনার মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি মুলাদি থানার চর পরদা গ্রামের মোঃ হাফেজ মামলায়উল্লেখ করেন তার মেয়ে চর পদ্মা রাশিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী তার বয়স ১৩ বছর এক নম্বর আসামি ফজলুর ঘরামি বাদির মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। এতে সে রাজি না হলে গত ১৪ আগস্ট মাদ্রাসায় যাবার পথে আসামিরা মেয়ে কে অপহরন করে। এ ব্যাপারে গতকাল মামলা করলে বিচারক মামলা কি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT