বরিশাল মেডিকেল কলেজে র‌্যাগিং ঘটনা তদন্তে কমিটি গঠন বরিশাল মেডিকেল কলেজে র‌্যাগিং ঘটনা তদন্তে কমিটি গঠন - ajkerparibartan.com
বরিশাল মেডিকেল কলেজে র‌্যাগিং ঘটনা তদন্তে কমিটি গঠন

4:34 pm , August 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ছাত্রী নিবাসে র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে ওই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন উপাধ্যক্ষ জিএম নাজিমুল হক। তিনি জানান, কলেজ অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিতে অধ্যাপক উত্তম কুমার সাহাকে প্রধান করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন, সাংবাদিকদের উপর হামলা করা প্যাথলজি বিভাগের সহযোগি অধ্যাপক প্রবীর কুমার সাহা, প্রভাষক আনিকা ইসলাম ও জহিরুল ইসলাম। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভা ও সহ-সম্পাদক জুঁই মিলে এক শিক্ষার্থীকে গত ২৩ আগস্ট রাতে ২ ঘন্টা ধরে রুমে আটকে রেখে র‌্যাগিংয়ের নামে মানসিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে শিক্ষার্থী অজ্ঞান হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার ছাত্রী ও তার মা অধ্যক্ষের কক্ষে বিচার চেয়ে অভিযোগ দিতে যায়। এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্য নিতে গেলে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. সৈয়দ বাকী বিল্লাহ ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সাহা সাংবাদিকদের চড়-থাপ্পর, ধাক্কা ও পরে চেয়ার দিয়ে পিটিয়েছে। পরে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি সমঝোতা হয়।
এ ঘটনার পর বিকেলে শনিবার বিকেলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ছাত্রী নিবাসের ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT