বিএনপির কমিটিতে নাম থাকা দুই আওয়ামী লীগ নেতা অবশেষে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন বিএনপির কমিটিতে নাম থাকা দুই আওয়ামী লীগ নেতা অবশেষে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন - ajkerparibartan.com
বিএনপির কমিটিতে নাম থাকা দুই আওয়ামী লীগ নেতা অবশেষে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন

4:33 pm , August 27, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় অবশেষে অনেক নাটকীয়তার পরে বিএনপির কমিটিতে নাম থাকা দুই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত স্বাক্ষরিত দলীয় প্যাডে দেয়া বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিএনপির ২৩ আগস্ট ঘোষিত ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির তালুকদারকে বিএনপির ২৪ নম্বর সদস্য ও রতœপুর ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ^াসকে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক পদে নাম প্রকাশ হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে রাজিহার, বাকাল, গৈলা ও রতœপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না কমিটি অনুমোদন করেন।এঘটনায় গত ২৬ আগস্ট গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বহিস্কৃত আওয়ামী লীগের সহ-সভাপতি মনির তালুকদার ও রতœপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রবীন নেতা সুরেশ বিশ^াস লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিএনপির ২৩ আগস্ট ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে তাদের নাম ব্যবহার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ।মনির তালুকদার ও সুরেশ বিশ^াস আরও জানান, আমরা পূর্ব থেকেই পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিএনপি’র কমিটিতে আমাদের নাম প্রকাশ হওয়ায় বিবৃতির মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি। এরপরেও কি কারনে আমাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে তা আমাদের জানা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT