মুলাদীতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত, আহত ১০ মুলাদীতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত, আহত ১০ - ajkerparibartan.com
মুলাদীতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত, আহত ১০

4:29 pm , August 27, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে বাবু (২৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেবরামপুর (লক্ষ্মীরহাট) এলাকার এছাহাক বেপারীর বাড়ি ওরফে বল্লা বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাবু বরিশাল সদরের কাশিপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তবে সে মায়ের সঙ্গে বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে মামা আলমগীর তালুকদারের বাড়িতে থাকতো। শনিবার রাতে ডাকাতি করে ফেরার সময় সংঘর্ষে আহত হয়ে সে মারা যায় বলে জানিয়েছে পুলিশ। এসময় তার আরও ৪ সহযোগী আহত হয়েছে। এছাড়া ডাকাতদলের বোমা হামলা  ও রামদার আঘাতে এছাহাক বেপারী, তার দুই ছেলে ও স্ত্রীসহ ৬জন আহত হয়। ডাকাতির ঘটনায় রাকিব শাহ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এছাহাক বেপারী জানান, শনিবার রাত আড়াইটার দিকে ৬/৭জনের একটি ডাকাতদল বাড়িতে ঢোকে। তারা ঘরের আলমারী ভেঙে ১লাখ ৭০হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ঘরে আরও টাকা থাকতে পারে সন্দেহে ডাকাতরা আবার বাড়িতে প্রবেশ করে। ওই সময় তার ছেলে সুমন বেপারী ও ইব্রাহিম বেপারী দুই ডাকাতকে ঝাপটে ধরলে সংঘর্ষ শুরু হয়। পরে ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন বের হলে ডাকাতরা বোমা বিস্ফোরন ঘটায় এবং রামদা দিয়ে এলোপাথাড়ি কোপায়। ডাকাতদের কোপে তাদের সহযোগী বাবু নামের একজন মারাত্মক আহত হয়। এছাড়া বোমার আঘাতে ইব্রাহীম, সুমন বেপারী এবং মাসুদা বেগম মারাত্মক আহত হয়।
সেলিমপুর ফাঁড়ি পুলিশ ও স্থানীয়রা আহত বাবুকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইব্রাহীম, সুমন  ও মাসুদা বেগমকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।সেলিমপুর পুলিশ ফাঁড়ির  ইনচার্জ এসআই আল আমিন বলেন, বাবু সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলো। শনিবার ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) নিয়ে সে তার সহযোগী রাকিব শাহ, সালমান শাহ ওরফে রাজু, জাফর ইকবালসহ অন্যান্যদের সঙ্গে বল্লা বাড়িতে ডাকাতি করতে এসে সংঘর্ষে নিহত হয়েছে। ডাকাতির ঘটনায় আহত রাকিব শাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে কালকিনি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT