4:29 pm , August 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির আয়োজনে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরবার আগষ্ট বিকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন। মবক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, আলহাজ্ব আব্দুল জব্বার সিকদার, মাহবুবুল আলম বাবুল, বরিশাল সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক রফিকুল ইসলাম আকন,সদর উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক হোসনেয়ারা বেগম, যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম উজ্জল।