নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবে -আইজিপি নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবে -আইজিপি - ajkerparibartan.com
নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবে -আইজিপি

4:28 pm , August 27, 2023

বিশেষ প্রতিবেদক ॥ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বচনকালীন সময়ে পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রনে থাকবে। নির্বাচন কমিশন যেভাবে চাইবে ও বলবে আমরা সেভাবেই দায়িত্ব পালন করব। বাংলাদেশ পুলিশের শতবর্ষের পোশাদারী অভিজ্ঞতার আলোকেই একটি গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে যেভাবে দায়িত্ব পালন প্রয়োজন আমরা সেভাবেই তা করব। পাশাপাশি জনগনের জানমাল রক্ষায় যদি কেউ বাধা দেয়, তবে পুলিশ আইনগতভাবে কঠোর হাতে তা দমন করবে। কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান পুলিশ প্রধান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী কোন দলীয় বাহিনী নয়, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যা যা প্রয়োজন তাই আমরা করছি । ভবিষ্যতে সেভাবেই দায়িত্ব পালন করব। গতকাল রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ ও মহানগর পুলিশের বিভিন্ন সভা ও কর্মসূচীতে অংশ গ্রহন শেষে এক প্রেস ব্রিফিং এ আইজিপি এসব কথা বলেন। বরিশাল জেলা পুলিশ লাইন্স এর ড্রিল শেডে এসব কর্মসূচীতে আইজিপি ছাড়াও পুলিশ হেড কোয়াটার্স এর ডিআইজি, বরিশাল রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনার ছাড়াও বরিশাল রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা অংশগ্রহন করেন।
আইজিপি চৌধুরী মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স গ্রহন করেছেন। পুলিশ বাহিনীও এ লক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষায় কোন বিশেষ অভিযান পরিচালিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন অভিযান আগে বলে হয়না। প্রয়োজন অনুযাযী যখন যেটুকু দরকার পুলিশ বাহিনী তাই করবে বলেও জানান তিনি। পুলিশ বাহিনীর পরিধি বৃদ্ধির কারণে দেশের সব বিভাগে একটি করে পুলিশ ট্রেনিং স্কুল বা সেন্টার স্থাপনের বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে আইজিপি জানান, এটা অত্যন্ত বাস্তব ও ভাল প্রস্তাব। এজন্য তিনি প্রশ্নকারী গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানিয়ে খুব শীঘ্রই বরিশাল সহ সব বিভাগে পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনে সরকারের কাছে প্রস্তাব পেশ করার কথা জানান।
পরে পুলিশ প্রধান বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলশেড চত্বরে একটি গাছের চারা রোপন করেন। এসময় তার সাথে ছিলেন বরিশালের ডিআইজি জাবেদ হাসান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নাসিম উল আলম, হুমায়ুন কবির, মুরাদ আহম্মেদ, সুশান্ত ঘোষ, সালেহ টিটুসহ আরও অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT