4:25 pm , August 26, 2023
মুলাদী প্রতিনিধি:খেয়া ও ফেরিঘাট নিয়ে দ্বন্দ্ব, খুন ও মারামারি বন্ধে মীরগঞ্জে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. সাফায়াত হোসেন সজীব। তিনি গতকাল শনিবার সকাল ১০টায় মুলাদী প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, ‘মীরগঞ্জ খেয়া ও ফেরিঘাট মুলাদী-বাবুগঞ্জসহ হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের সমস্যা। এই ঘাটে প্রতিনিয়ত সাধারণ মানুষ হয়রানির শিকার হয়। পাশাপাশি ইতিমধ্যে ঘাট নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২জন খুন হয়েছে। ঘাটে প্রতিদিন মারামারি হচ্ছে, সাধারণ যাত্রীদের লাঞ্ছিত করা হচ্ছে। খুন মারামারি বন্ধ এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে আড়িয়ালখাঁ নদীর ওপর সেতু নির্মাণ করা প্রয়োজন। আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই আসনের দায়িত্ব দিলে প্রথম কাজ হিসেবে মীরগঞ্জে সেতু নির্মাণ করা হবে।’ অ্যাডভোকেট সাফায়াত হোসেন সজীব আরও বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় রয়েছে। কিন্তু মুলাদী-বাবুগঞ্জ আসনে দলীয় সংসদ সদস্য না থাকায় এই এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ব্যবসায়ীদের বাদ দিয়ে তরুণ রাজনীতিবিদদের মনোনয়ন দিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের নতুন উদ্যোগ হাতে নেবে। দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মুলাদী প্রেসক্লাবের সহ সভাপতি কে.এম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কাজিরচর ইউনিয়নের সমাজসেবক মো. নুরে আলম মাল, দৈনিক গণবার্তার সম্পাদক ও প্রকাশক মো. শাহিন হোসেন, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূঁইয়া কামাল।