মুলাদীতে বাদীর কাছে হত্যা মামলার আসামীদের সন্ধান চায় পুলিশ! মুলাদীতে বাদীর কাছে হত্যা মামলার আসামীদের সন্ধান চায় পুলিশ! - ajkerparibartan.com
মুলাদীতে বাদীর কাছে হত্যা মামলার আসামীদের সন্ধান চায় পুলিশ!

4:24 pm , August 26, 2023

মুলাদী প্রতিনিধি:মুলাদীতে চরকমিশনার এলাকায় প্রকাশ্যে আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকা-ের ৫ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় নিহতের পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুক্রবার স্থানীয় ৪ সহ¯্রাধিক নারী পুরুষেরা চরকমিশনার ফেরিঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে খুনিদের ফাঁসির দাবি জানিয়েছে। অপরদিকে হত্যা মামলার আসামীদের সন্ধান দিতে বাদীর কাছে সহযোগিতা চেয়েছেন থানা পুলিশ। পুলিশ নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারে গড়িমসি করে সময় ক্ষেপন করছে বলে অভিযোগ করেন বাদীর পরিবার। নিহতের ছেলে ও মামলার বাদী আব্বাস হাওলাদার জানান, ‘গত ২২ আগস্ট দিন দুপুরে চরকমিশনার এলাকায় প্রধান সড়কে (মেইন রোডে) অটোরিকশা থেকে নামিয়ে আমার বাবা আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল সরদার, জামাল সরদার, শামীম খান ও তাদের লোকজন এই হত্যাকা- ঘটিয়েছে। কিন্তু পুলিশ হত্যাকা-ের পর আসামীদের গ্রেপ্তারে অভিযান না করে আমাদের বাড়ির সামনে এসে বসেছিলো। হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট রাতে মুলাদী থানায় মামলা করা হয়েছে। এর পরেও পুলিশ আসামীদের গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। গত শুক্রবার মোবাইল ফোনে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আসামীদের গ্রেপ্তারের বিষয় জানতে চাই। ওই সময় তিনি আমার কাছে আসামীদের সন্ধান জানতে চেয়েছেন। তবে তিনি কী কারণে আমার কাছে আসামীদের সন্ধান জানতে চেয়েছেন তা বোধগম্য নয়।’ এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, আসামীদের গ্রেপ্তার করতে থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। বাদীর কাছে আসামীদের সন্ধান চাওয়া হয়নি তবে বাদী ও আসামীরা একই এলাকার হওয়ায় বাদীর লোকজনের কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে দেওয়ার জন্য বলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT