4:19 pm , August 26, 2023

আগৈলঝাড় প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আহবায়ক কমিটিতে আওয়ামী লীগ নেতা মনির তালুকদার ও সুরেশ বিশ^াসের নাম রয়েছে। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। গত ২৫ আগষ্ট মনির তালুকদার ও সুরেশ বিশ^াস লিখিতভাবে জানিয়েছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা কখনও বিএনপির সাথে জড়িত ছিলো না। সূত্রে জানা গেছে, গত ২৩ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, গৈলা ও রতœপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঢাকায় বসে অনুমোদন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো.কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না। গৈলা ইউনিয়নে এনায়েত হোসেন খান মনুকে আহ্বায়ক করে যে বিএনপি কমিটি ঘোষণা করা হয়েছে ওই কমিটিতে ২৪ নম্বর সদস্য হিসেবে আছেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির তালুকদারের। রতœপুর ইউনিয়নে মিজানুর রহমান মিঠুকে আহ্বায়ক করে বিএনপির যে কমিটি ঘোষণা করেছে ওই কমিটিতে ১৪ নম্বর যুগ্ম আহবায়ক পদে নাম রয়েছে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীন নেতা তিনবারের সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাসের নাম। এ ব্যাপারে ২৫ আগষ্ট মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস লিখিতভাবে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা কখনও বিএনপির রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলো না। তারা আরো উল্লেখ করেন ‘তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিএনপি’র আহ্বায়ক কমিটিতে তাদের নাম অন্তর্ভূক্তি করা হয়েছে। অপরদিকে আব্দুল খালেক পাইককে আহবায়ক করে বাকাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ১৪নং যুগ্ম আহবায়ক করা হয়েছে মোসলেম পাইককে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বিএনপি এ জাতীয় কাজ করলে তিনি আইনের আশ্রয় নেবেন। আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.মাহাবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপির কমিটি একটি অবৈধ পকেট কমিটি। যারা ওই কমিটি অনুমোদন করেছে তাদের বৈধতাই নেই। ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে কোন ত্যাগী নেতারা স্থান পায়নি। এটা একটি পকেট কমিটি। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, বিএনপির কমিটিতে যদি আওয়ামী লীগের কোন নেতার নাম থাকে তাহলে সেটা সংশোধন করে বাদ দেয়া হবে।