4:18 pm , August 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, বিএনপি নির্বাচনমুখী দল তবে খায়রুল হকের রায়ের সংবিধানে নির্বাচন হবে না। সারা দুনিয়ার মানুষ খায়রুল হকের রায় মানে না। নির্বাচন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপি নির্বাচনে যাবে তবে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বেগম জিয়াকে বন্দী রেখে বহুবার মেরে ফেলার চেষ্টা করেছে যা পৃথিবীর সকলেই জানে। কিন্তু ওরা মারতে পারেনি।
জয়নুল আবেদীন বলেন, কথায় কথায় জেল খানার ভয় দেখান, জেলখানার গেট খোলা রাখেন। জেলখানা সহ আপনারা কোথায় যাবেন সেই ঠিকানা খোঁজ করেন। ভোটচোর সরকারের আয়ু বেশিদিন নাই, তারেক রহমান দেশে ফিরে আসবেই। গতকাল শনিবার সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা নিয়ে গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদীন।
মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার , মহানগর বিএনপির সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম,আব্দুল হালিম মৃধা, আবুল কালাম আজাদ, হুমায়ন কবির মাসুদ, ইমন চাকলাদার,খসরুল আলম তপন, আফরোজা খানম নাসরিন, জাহিদুর রহমান রিপন,ইয়াসির আরাফাত মিন্টু, যুবদল বরিশাল বিভাগীয় সহ-সভাপতি এ্যাড.এইচ.এম তছলিম উদ্দিন।