4:13 pm , August 26, 2023
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি শহরের নতুন ষ্টেডিয়াম এলাকায় বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, ঝালকাঠি সদর উপজেলার পাঞ্জিপুথিপাড়া গ্রামের মন্নান হাওলাদারের ছেলে মোস্তাফিজুর রহমান ও তার ভাতিজা আসাদুজ্জামান হাওলাদার বাড়ি ফিরতেছিলেন। বিকনা নতুন ষ্টেডিয়াম এলাকায় আসা মাত্র সদর উপজেলার গোয়ালকান্দা গ্রামের বিপ্লব মল্লিক ও তার ২ ছেলে ইব্রাহিম মল্লিক ও ফেরদৌস মল্লিক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে মারধর করে সাথে থাকা ব্যাংক থেকে উঠানো ২ লাখ ২০ হাজার টাকা ও ১লক্ষ ২০ হাজার টাকার একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজবা আহমেদ আলভীর সহযোগীতায় মোটরসাইকেল ফেরত পায়। এ ঘটনায় বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমানের স্ত্রী আন্তা ইসলাম বৃষ্টি বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। সদর থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেণ, বর্তমানে অভিযোগটি এসআই আরেফিন তদন্ত করছেন।
সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, তাদের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। তাদের হয়ত আটকিয়ে মোটরসাইকেল নিয়েছিল। তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।