4:12 pm , August 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে টমটম থেকে পড়ে আহত দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত দিন মজুর সুনিল হালদার (৬৫) উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের কালিখোলা সংলগ্ন মৃত শিশু হালদারের ছেলে। স্থানীয়রা জানান, বাঁশের তৈরি সাজি বাজারে নিয়ে বিক্রি করার জন্য সকালে বাড়ি থেকে বের হন সুনিল। এসময় তিনি সাজিগুলো নিয়ে কিশোর ধলুর টমটমে ওঠেন। কিছুদূর যাওয়ার পর টমটম থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন সুনিল। উজিরপুর মডেল থানার এসআই মামুন জানান, কোন অভিযোগ না থাকায় নিয়মানুযায়ী মৃতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।