বিধবার টাকা নিয়ে লাপাত্তা সিটি লাইব্রেরীর হান্নান! বিধবার টাকা নিয়ে লাপাত্তা সিটি লাইব্রেরীর হান্নান! - ajkerparibartan.com
বিধবার টাকা নিয়ে লাপাত্তা সিটি লাইব্রেরীর হান্নান!

4:11 pm , August 26, 2023

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে অসহায় এক বিধবার ৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে লাইব্রেরী ব্যবসায়ী।  পৌর এলাকার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগমের কাছ থেকে ৩ বছর পূর্বে শহরের চৌমাথার সিটি লাইব্রেরীর মালিক সালাম ও তার দুই ভাই হান্নান ও আলম তাদের প্রয়োজনের কথা বলে কৌশলে বিভিন্ন সময় এ টাকা নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানাযায়, ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে পৌর এলাকার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগমের কাছ থেকে ৩ বছর পূর্বে শহরের চৌমাথার সিটি লাইব্রেরীর মালিক সালাম ও তার দুই ভাই হান্নান ও আলম কৌশলে ৪ লাখ টাকা নেন। পরে দিচ্ছে দিবে বলে আর দেয়নি। সর্বশেষ ২০ জুলাই পুরো টাকা পরিশোধ করবে বলে পুনরায় ব্যুরো বাংলাদেশ সমিতি ও জাতীয় সঞ্চয় পত্র থেকে আবারও টাকা উঠিয়ে ২ লাখ টাকা হান্নান ও তার ভাইদের দেন রুনা বেগম। পরে টাকা না দিয়ে বই লাইব্রেরী রেখে পালিয়ে যায়। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় মঙ্গলবার একটি অভিযোগ দিয়েছেন রুনা বেগম। রুনা বেগম বলেন, এভাবে অনেকের টাকা সে প্রতারনা করে নিয়েছে। হান্নান ও তার ভাইদের কাছ থেকে টাকা উদ্ধার করতে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। বর্তমানে তিনি তার ৫ সন্তান নিয়ে অর্ধাহারে জীবনযাপন করছেন।
এ বিষয়ে জানতে সিটি লাইব্রেরীর মালিক হান্নানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে তার তার ভাই বরিশাল পোষ্ট অফিসে কর্মরত আ. সালাম জানান, সর্বশেষ ২ লাখ টাকা হান্নান নিয়েছে সেটা আমি জানি। কিন্তু এর পূর্বে যে টাকা নিয়েছে তা আমার জানা নেই।
আরেক ভাই বেগম ফিরোজা আমু ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  শিক্ষক মো. আলম জানান, আমার ভাই টাকা নিয়েছে সেটা সত্যি। আর যিনি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন তাকে আমি চিনিনা।
হান্নান আমার স্ত্রীর ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে। পল্লী দারিদ্র ফাউন্ডেশন থেকে ২ লক্ষ টাকা লোন নিয়েছে। সেখানে আমি জিম্মাদার। তার জন্য আমরা মুখ দেখাতে পারিনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT