4:11 pm , August 26, 2023

ভোলা অফিস ॥ ভোলায় চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (১৯) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয় শাহীন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহীন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক ছিলেন। সকালে চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, শাহীনের মৃত্যু খুবই হৃদয়বিদারক। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।