বরিশাল অঞ্চলের সরকারী হাসপাতালে সাড়ে ১২ হাজার ডেঙ্গু রোগী, মারা গেছেন  ৩৬ জন বরিশাল অঞ্চলের সরকারী হাসপাতালে সাড়ে ১২ হাজার ডেঙ্গু রোগী, মারা গেছেন  ৩৬ জন - ajkerparibartan.com
বরিশাল অঞ্চলের সরকারী হাসপাতালে সাড়ে ১২ হাজার ডেঙ্গু রোগী, মারা গেছেন  ৩৬ জন

4:10 pm , August 26, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বর্তমানে বরিশাল বিভাগের সরকারী হাসপাতালগুলোতে ৩৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে চলতি মাসেই মারা গেছেন ২৫ জন। গত তিনমাসে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এ বিভাগের সরকারী হাসপাতালগুলোতে সাড়ে ১২ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে এ পর্যন্ত সর্বমোট কত মানুষ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন তার হিসেব স্বাস্থ্য বিভাগের কাছে নেই। কারণ ডায়রিয়ার মত ডেঙ্গু আক্রান্তদের বেশীরভাগই প্রাথমিক অবস্থায় হাসপাতালে ভর্তি হন না।
পরিস্থিতি যে মোটেই সুখকর নয়, সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত ১৫ আগষ্ট থেকে শনিবার সকাল পর্যন্ত ১২ দিনে বরিশাল বিভাগে প্রায় ৩ হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলেও এসময় মৃত্যু হয়েছে আরো ১৩ জনের। এ নিয়ে চলতি মাসেই সরকারী হাসপাতালগুলোতে ২৫ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। ভর্তি হয়েছেন প্রায় ৭ হাজার ডেঙ্গু রোগী।
শনিবার দুপুর পর্যন্ত বরিশাল বিভাগের সরকারী হাসপাতালগুলোতে ৮১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। যারমধ্যে পূববর্র্তী ২৪ ঘন্টায়ই ভর্তি হয়েছেন ২৩৭ জন। এসময়ে  শের ই বাংলা মেডিকেল কলেজ হসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ জেলার উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে ৩৫৪ জন, পটুয়াখালীতে ১৮৭ জন, বরগুনাতে ১০৫ জন, পিরোজপুরে ১শ জন, ভোলাতে ৫২ জন ও ঝালকাঠীর বিভিন্ন হাসপাতাল সমূহে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে, ইতোমধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসা নেয়া প্রায় সাড়ে ১২ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলায় প্রায় সাড়ে ৪ হাজার, পটুয়াখালীতে ২ হাজার ৬শ, পিরোজপুরে ২ হাজার ১৯, ভেলাতে প্রায় ১৪শ, বরগুনাতে ১৩শ এবং ঝালকাঠীতে প্রায় সাড়ে ৩শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতাল সমূহে ভর্তি হয়েছেন।
বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে ডেঙ্গুর দাপট অব্যাহত থাকলেও স্থানীয় সরকার প্রশাসনগুলোর তেমন কোন হেলদোল নেই। খোদ বরিশাল মহানগরীতে মশক নিধনে তেমন কোন তৎপরতা লক্ষণীয় নয়। মাত্র ১২টি ফগার মেশিন ও কিছু হ্যান্ড স্প্রেয়ার দিয়ে নগরীর ৩০টি ওয়ার্ডের  ৫৮ বর্গ কিলোমিটার এলাকায় ‘মশক নিধনের মহড়া’ হচ্ছে বলে মনে করছেন বেশীরভাগ নগরবাসী। নগরীর ড্রেন সহ ঝোপঝাড় গুলোও নিয়মিত পরিস্কার হচ্ছে না। একই পরিস্থিতি এ অঞ্চলের বেশীরভাগ পৌরএলাকা গুলোতেও।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT