4:09 pm , August 26, 2023
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার পূর্ব সেনের টিকিকাটা গ্রামে মায়ের সাথে অভিমান করে মোঃ রেজাউল ইসলাম (১৮) নামে এক যুবক বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছেন। নিহত রেজাউল পূর্ব সেনের টিকিকাটা গ্রামের লিবিয়া প্রবাসী নাজমুল হাওলাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রেজাউলের মা কিছুদিন পূর্বে তাকে একটি মোটরসাইকেল কিনে দেন। পরে রেজাউল তার মাকে না জানিয়ে গাড়িটি বিক্রি করে টাকা খরচ করে ফেলেন। এছাড়া সপ্তাহ খানেক পূর্বে ওর বাবা লিবিয়া থেকে একটি মোবাইল ফোন পাঠায় সেটাও বিক্রি করে ফেলে। এঘটনায় রেজাউলের মা ওর সাথে রাগারাগি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার জুম্মার নামাজের পর যে কোন সময় ওই যুবক ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের মামা আমির হোসেন জানান, ওর মা আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বসতঘরে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।