বাড়ি থেকে রাগ করে বের হয়ে লাশ হয়ে ঘড়ে ফিরেছে শুভ মিস্ত্রী বাড়ি থেকে রাগ করে বের হয়ে লাশ হয়ে ঘড়ে ফিরেছে শুভ মিস্ত্রী - ajkerparibartan.com
বাড়ি থেকে রাগ করে বের হয়ে লাশ হয়ে ঘড়ে ফিরেছে শুভ মিস্ত্রী

4:08 pm , August 26, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ পিরোজপুর জেলার স্বরুপকাঠী(নেছারাবাদ) পেয়ারা বাগান থেকে শুভ মিস্ত্রী (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। শনিবার উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রাম থেকে শুভ মিস্ত্রী নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শুভ মিস্ত্রী পেশায় একজন শ্রমিক এবং ওই গ্রামের মৃত মধুসুদন মিস্ত্রীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, শুভ মিস্ত্রী গত সোমবার পরিবারের লোকজনের সাথে অভিমান করে বাড়ী থেকে বের হয়ে যায়। তিন দিনেও শুভ বাড়ি না ফেরায় স্ত্রীও রাগ করে বাবার বাড়ী চলে যায়। স্বজনরা অনেক খোঁজাখুজি করে শুভকে না পেয়ে তার মা কুসুমী মিস্ত্রী নিরুপায় হয়ে ছেলে নিখোঁজের ব্যাপারে নেছারাবাদ থানায় একটি সাধারন ডায়েরি করেন। অবশেষে নিখোঁজের ৬ দিন পর ২৬ আগষ্ট শনিবার সকালে প্রতিবেশি হরলাল মিস্ত্রীর পেয়ারা বাগানে সজল নামে এক ব্যাক্তি পেয়ারা পারতে গিয়ে গাছের সাথে শুভ’র ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে স্বরুপকাঠী (নেছারাবাদ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, শুভ’র মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT