4:19 pm , August 25, 2023

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে প্রতিপক্ষের বিরুদ্ধে গোয়ালঘর ভাঙচুরসহ ৩ শত চারা সুপারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে ওই এলাকার নাছির উদ্দিন ঢালী ও মফিজল ঢালীসহ মোছাদ্দেক এ অভিযোগ করেন। একই এলাকার মাকসুদ, তারেক, শফি মীর, নকিব, আরিফ, ফাহাদ, ইমাম হোসেন, মামুন, ফরহাদ ও ফজলে রাব্বিসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে এ হামলা ও গোয়ালঘর ভাঙচুরসহ ৩ শত চারা সুপারি গাছ কর্তণের অভিযোগ করেন। ভুক্তভোগী নাছির উদ্দিন ঢালী ও মফিজল ঢালীসহ মোছাদ্দেক অভিযোগ করে বলেন, দেউলা মৌজার ২ একর ৭০ শতাংশ জমি নিয়ে হামলাকারীদের সাথে দীর্ঘ ৫ বছর ধরে বিরোধ রয়েছে। শুক্রবার দুপুরে আমাদের জমিতে থাকা গোয়ালঘর ভাঙচুর করে নিয়ে যায় ও ৩ শত চারা সুপারি গাছ কর্তণ করাসহ পিটিয়ে আহত করে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।