4:18 pm , August 25, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে আবদুর রব হাওলাদারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চরকমিশনার গ্রামের মানুষ। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কাজিরচর ইউনিয়নের চরকমিশনার ফেরিঘাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে অটোরিকশা থেকে নামিয়ে আবদুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার প্রতিবাদে এবং হত্যাকা-ে জড়িতদের ফাঁসির দাবিতে ওই গ্রামের তিন সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় উপস্থিত ছিলেন, নিহতের ভাই তোতা হাওলাদার, সাবেক ইউপি সদস্য আবদুল মালেক হাওলাদার, সেলিম হাওলাদার, ছেলে আব্বাস হাওলাদার, কাজিরচর ইউপি সদস্য এনামুল হক বেপারী, নিহত মনির হোসেনের বাবা ছালাম হাওলাদার প্রমুখ। বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। আবদুর রব হাওলাদার একজন বয়োজ্যেষ্ঠ পরোপকারী নিরীহ মানুষ ছিলেন উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে মানববন্ধনটি বিক্ষোভ মিছিলে রুপ নেয়। মিছিলটি চর কমিশনার ফেরিঘাট থেকে কাজিরচর প্রধান সড়ক হয়ে প্যাদারহাট বন্দরে শেষ হয়।