4:15 pm , August 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ একটি ইটের কারনে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গৌরনদীতে অগ্নিকান্ডের শিকার গ্রীন লাইন পরিবহনের যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার। ওই বাসে থাকা যাত্রী নগরীর বাসিন্দা এনজিও ব্যক্তিত্ব রহিমা সুলতানা কাজল ঘটনার বর্ননা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, গ্রীন লাইন বাসে রাত ৮টার দিকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। বাসে মোট ১২ জন যাত্রী ছিলো। রাত ১২টার দিকে গৌরনদীর কাছে রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার পালিয়ে যায়। সুপারভাইজার গাড়ীতে আগুন লাগছে আপনারা নামেন বলে সেও চলে যায়।
এনজিও আভাসের পরিচালক কাজল জানান, গাড়ীতে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ড্রাইভার বিষয়টি টের পায়নি। অপর একটি বাসের চালক পিছন থেকে আগুন দেখেছে। সে গ্রীনলাইনের চালককে আগুনের কথা বললেও ভিতরে সেই কথা এসে পৌছেনি। অপর গাড়ির ড্রাইভার দ্রুত চালিয়ে কাছে এসে গ্রীন লাইনের গাড়িতে ইট মারে। তখন গাড়ি থামানোর পর জানতে পারে গাড়িতে আগুন ধরেছে।
তিনি আরো উল্লেখ করেছেন, সুপারভাইজার গাড়ির গেট খুলতে পারায় সবাই দ্রুত নামতে পেরেছেন। সকলের মতো তিনিও ঘুমের মধ্যে শুধু হাতের ব্যাগ নিয়ে নামতে পেরেছেন।
রহিমা সুলতানা কাজল জানিয়েছেন, বাংকার ছাড়া গাড়ির সবকিছু পুড়েছে। সবাই কৃতজ্ঞ অন্য গাড়ির ড্রাইভার ডালিমের কাছে, যার জন্য ১৪ জন মানুষ জীবন নিয়ে ঘরে ফিরেছেন।
গ্রীন লাইনের ব্যবস্থাপক হাসান সরদার বাদশা জানিয়েছেন, বাসের বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসি বাস হওয়ায় ভিতর থেকে কেউ বিষয়টি টের পায়নি। ফাতেমা পেট্টোল পাম্প থেকে মাইকিংও করা হয়েছে। এছাড়াও পথচারীরা ইট মেরে গাড়ি থামিয়েছে।