গৌরনদীতে গভীর রাতে পুড়েছে গ্রীণ লাইন এসি বাস গৌরনদীতে গভীর রাতে পুড়েছে গ্রীণ লাইন এসি বাস - ajkerparibartan.com
গৌরনদীতে গভীর রাতে পুড়েছে গ্রীণ লাইন এসি বাস

4:11 pm , August 25, 2023

অল্পের জন্য রক্ষা পেলো ১২ জন যাত্রী
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা থেকে বরিশাল আসার পথে গৌরনদীতে আগুনে পুড়েছে গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাস। বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ১২ জন যাত্রী নিয়ে গ্রীন লাইন পরিবহনের এসি বাসটি বরিশালের উদ্দেশ্যে আসছিলো। বাসটি গৌরনদী উপজেলার কটকস্থল অতিক্রমকালে পেছনের এসি বিকল হয়ে আগুন ধরে যায়। এতে মুহুর্তের মধ্যে বাসে আগুন ছড়িয়ে পড়ে। বাসের চালক দ্রুত বাস থামিয়ে ফেললে যাত্রীরাসহ সকলে নেমে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসটি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এ ঘন্টা ৪৩ মিনিট সময়ে আগুন নিয়ন্ত্রনে এনেছেন। বিপুল হোসেন আরো জানান, যাত্রীদের সামনে বক্সের মালামাল রক্ষা করা গেছে। কিন্তু পিছনের বক্সের মালামাল পুড়ে গেছে। গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার বলেন, বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেছে। এ ঘটনায় কোন যাত্রীর ক্ষতি হয়নি। রাত দেড়টার পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ঘটনার কারন খতিয়ে দেখা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT