ববিতে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন ববিতে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন - ajkerparibartan.com
ববিতে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন

4:21 pm , August 24, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  বরিশাল বিশ^বিদ্যালয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি গতকাল সন্ধ্যায় তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় অনুষ্ঠিত এ প্রদর্শণীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  দুর্লভ ২১টি তথ্যচিত্র এবং ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও একটি বাংলাদেশ’ শিরোনামে প্রামাণ্যচিত্র প্রদর্শীত হয়। অনুষ্ঠানে বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT