পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক - ajkerparibartan.com
পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

4:19 pm , August 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি অভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার সকালে বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের নদী বন্দর এলাকায় অভিযান চালায়। অভিযানে নদীবন্দরে প্রবেশের গেটের সামনের সড়ক থেকে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার কাঞ্চনপুর এলাকার মোঃ- সাইফুল ইসলাম (২২) কে দুইকেজি গাঁজাসহ আটক করা হয়। তবে এসময় তার সহযোগী ২৭ বছরের যুবক সাব্বির ওরফে বরিশাইল্ল্যাহ সাব্বির পালিয়ে যেতে সক্ষম হয়। সাব্বির এ অঞ্চলে ভাসমান হলে তার পরিবার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব গোপাল নগর এলাকায় বসবাস করে। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরআগে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশের অপর এক অভিযানে নগরের বেলতলা খেয়াঘাটের পল্টনের ওপর অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুজন কারবারিকে আটক করা হয়। আটককৃত মনির হাওলাদার ( ৪০) বরিশাল সদর উপজেলার চানপুরার দুর্গাপূর এলাকার বাসিন্দা ও রিপন হাওলাদার (৩৩) চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT