বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের ফাতেহা শরিফ শুরু বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের ফাতেহা শরিফ শুরু - ajkerparibartan.com
বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের ফাতেহা শরিফ শুরু

4:20 pm , August 23, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব-এর মহাপবিত্র ফাতেহা শরিফের কার্যক্রম বুধবার মাগরিব নামাজ থেকে শুরু হয়েছে।  আরবী বর্ষপঞ্জী অনুযায়ী ৭ সফর, বৃহস্পতিবার খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব-এর ওফাত দিবস। ইংরেজী ২০০০ সালের ৩০ এপ্রিল, ৭ সফর দিবাগত রাতে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব ওফাত লাভ করেন। দীর্ঘ ৫৪ বছর বিশ^ জাকের মঞ্জিল থেকে তিনি ইসলামের বাণী প্রচার ও সর্বস্তরের মানুষকে হেদায়েত করে গেছেন। পীর ছাহেবের এ ওফাত দিবস উপলক্ষে বিশ^ জাকের মঞ্জিলে মহাপবিত্র ফাতেহা শরিফের কার্যক্রমে অংশ গ্রহনের লক্ষ্যে ইতোমধ্যেই দেশ বিদেশের জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানরা বিশ^ জাকের মঞ্জিলে পৌঁছেছেন।
বুধবার মাগরিব নামাজ বাদ দু রাকাত করে ৩ বারে ছয় রাকাত নফল নামাজ আদায় এবং দোয়া মোনাজাত সহ ফাতেহা শরিফ পাঠন্তে মোনাজাতের মাধ্যমে ফাতেহা শরিফের কার্যক্রম শুরু হয়েছে। রাতভর নামাজ, দুরুদ শরিফ পাঠ, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মোনাজাত ছাড়াও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। নিশির শেষভাগে মিলাদ, জিকির সহ মোরাকাবা-মোশাহেদা অন্তে ফজর নামাজ আদায় করা হয়। ফজর নামাজ বাদ ফাতেহা শরিফ ও খতম শরিফ আদায়ন্তে পুনরায় পবিত্র কোরআন তোলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হচ্ছে।
পরবর্তীতে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে ফাতেহা শরিফ পাঠন্তে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিশ^ জাকের মঞ্জিলের চিরাচরিত নিয়ম অনুযায়ী এ দরবার শরিফে সমবেত সবার জন্য আহার এবং অজু গোসল ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ উপলক্ষে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বুধবার সকাল থেকেই বাস কাফেলা যাত্রা শুরু করেছে। বরিশাল মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বাঁধ রোড থেকে বুধবার দুপুরে বাস কাফেলা যাত্রা শুরু করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT