মুলাদীতে টাকা নিয়ে কর্মকর্তা লাপাত্তার মামলায় গ্রেপ্তার ৩ মুলাদীতে টাকা নিয়ে কর্মকর্তা লাপাত্তার মামলায় গ্রেপ্তার ৩ - ajkerparibartan.com
মুলাদীতে টাকা নিয়ে কর্মকর্তা লাপাত্তার মামলায় গ্রেপ্তার ৩

4:20 pm , August 23, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে এক কোটি পাঁচ লাখ টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা লাপাত্তার মামলায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মুলাদী থানা পুলিশ হিজলা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন : মোবাইল ব্যাংকিং নগদ এর পরিবেশকের নিয়োগকৃত ব্যবস্থাপক লিমন খানের বাবা আবদুল মন্নান খান, মা তাহমিনা বেগম এবং স্ত্রী তাছলিমা ওরফে দোলা। জানা গেছে, গত রোববার সন্ধ্যায় নগদের পরিবেশক জিহাদ দেওয়ানের কাছে টাকা জমা না দিয়ে লিমন খান গাঁ ঢাকা দেন। লাপাত্তা হওয়ার আগে ওই দিন জিহাদ দেওয়ানের মুলাদী ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৯ লাখ, পুবালী ব্যাংক থেকে ৫৫ লাখ, মার্কেট ও গ্যাস বিক্রির টাকাসহ ১ কোটি ৫ লাখ টাকা নিয়ে যান। এঘটনায় জিহাদ দেওয়ান বাদী হয়ে গত সোমবার বিকেল লিমন খান, তার স্ত্রী, বাবা-মা, শ্যালকসহ ১০ জনকে আসামী করে মুলাদী থানায় মামলা করেন। মামলার সূত্রে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মাধ্যমে লিমন খানের অবস্থান শনাক্তকরণ এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT