4:19 pm , August 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে আরো তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত আরো ১৯২ জন রোগী বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃতরা হলেন বরগুনা জেলার বেতাগীর হাসিনা (৬০), পটুয়াখালী জেলার দশমিনার রফিক (৩৬) ও ভোলা জেলার লালমোহনের আব্দুল হক (৭৫)। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১১ হাজার ৮৩৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৩ জন। বিভাগের দুই মেডিকেল কলেজ, ৬ জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন, বরিশাল সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৮ জন, পটুয়াখালী সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৬ জন, ভোলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪, পিরোজপুর সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪২, বরগুনা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৬ ও ঝালকাঠি সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত মারা যাওয়া রোগীদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জন, বরগুনা হাসপাতালে ৩ জন, পিরোজপুরের হাসপাতালে ২ জন এবং ভোলায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।