নগরী থেকে জামায়াতের ৪ নেতাকর্মী আটক নগরী থেকে জামায়াতের ৪ নেতাকর্মী আটক - ajkerparibartan.com
নগরী থেকে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

4:17 pm , August 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে মিছিল শুরুর পূর্বে ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮ টার দিকে নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শেরে বাংলা সড়কের মোঃ মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) ও সদর উপজেলার চর পত্তনিয়া গ্রামের আল মুঈন (২১)। কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুমতি ব্যতিত মিছিল শুরুর চেষ্টা করে জামাত কর্মীরা। এসময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পালিয়ে যেতে উদ্যত হয়। পুলিশ ধাওয়া দিয়ে চার জামায়াত নেতাকর্মীকে আটক করে। গত জানুয়ারী মাসে পুলিশের করা একটি মামলার আসামী হিসেবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলে পাঠিয়েছে।
এদিকে জামায়াত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গায়েবানা জানাযা নামাজের অনুমতি না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় জামায়াতে ইসলামী। এরই অংশ হিসাবে সকালে নগরীর বটতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে বরিশাল মহানগর জামায়াত।
এদিকে বরিশাল নগরীতে মিছিল শুরুর সময় পুলিশ তাতে বাধাঁ দেয়। এসময় জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর জামায়াত।
বিবৃতিতে প্রশাসন বিনা অপরাধে তাদের গ্রেফতার করেছে দাবি করে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়েছে।
অপরদিকে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ রফিকুল ইসলাম ও সেক্রেটারী আবদুস সালাম মাজীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোশাররফ হোসাইন, থানা আমীর আমীর হাফেজ মাওঃ কাওছার হোসেন ও সেক্রেটারী মাওঃ আঃ খালেক প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT