4:16 pm , August 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অমৃত লাল দে সড়ক সংলগ্ন এলাকার একটি বহুতল ভবনের দুটি ফ্লাট বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে দরজার তালা ভেঙ্গে সমাজকল্যান গলির জব্বার ভিলার দুটি ফ্লাটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভবনটির ৬ষ্ঠ তলার বাসিন্দা জেসন পলাশ বিশ্বাস বলেন, সকাল ১০টার মধ্যে আমাদের বাসার সবাই কর্মস্থলে চলে যায়। বেলা পৌঁনে তিনটার দিকে ছোট ভাইয়ের স্ত্রী বাসায় এসে দেখতে পান ফ্লাটের প্রধান দরজার তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে পুরো বাসা ল-ভন্ড অবস্থায় দেখতে পান। পরে চুরির বিষয় বুঝতে পেরে আমাদের ও থানা পুলিশকে জানান।
তিনি আরও বলেন, বাসায় থাকা জমি বিক্রির নগদ দেড়লাখ টাকা, ২ ভরির মতো স্বর্ণালংকার, কয়েকটি দামি হাতঘড়িসহ মূল্যবান মালামাল খোয়া গেছে।এর আগে একই ভবনের চারতলার ইসমাইল হোসেনের বাসার দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তার ছেলে। বেলা ১২টার দিকে তিনি স্কুল থেকে এসে বিষয়টি দেখতে পায়। আর সে যখন নীচতলা থেকে ওপরের দিকে উঠছিলো, তখন অপরিচিতো দুজন ব্যক্তিকে নেমেও যেতে দেখেন। তবে তখন কিছুই বুঝতে পারেনি। পরে ভেতরে ঢুকে একইভাবে তছনছ করা অবস্থায় বাসা দেখতে পেয়ে স্বজনদের জানায়। বাবুগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ইসমাইল হোসেন জানান, এই ঘটনার পর তার একটি মোবাইল, নগদ কিছু টাকাসহ মূল্যবান মালামালের সন্ধান পাচ্ছেন না।বরিশাল কোতয়ালী মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।