4:11 pm , August 23, 2023
কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে বুধবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে উপজেলার শিয়ালকাটি ইউনিয়ন ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কাছাড়ি বাড়ি ও শংকরপুর মৌজায় ২৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমির কাগজপত্র সহ গৃহ হস্তান্তর করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, পিআইও রুনু বেগম, শিয়ালকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু । উপকারভোগী ফাতেমা বেগম ও হাসিনুর বেগম বলেন, আমরা স্বপ্নেও ভাবিনি পাকা ঘরে ছেলে মেয়েদের নিয়ে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন।