নলছিটিতে পুলিশের বাড়িতে ডাকাতি নলছিটিতে পুলিশের বাড়িতে ডাকাতি - ajkerparibartan.com
নলছিটিতে পুলিশের বাড়িতে ডাকাতি

4:10 pm , August 23, 2023

নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যের (এসআই) বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার  দিবাগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এসআই মিজানুর রহমানের বাড়িতে এ ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে।
গতকাল মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপপরিদর্শক ভোলার চরফ্যাশনে চলে যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল।
গভীর রাতে বারান্দা থেকে ৮ থেকে ৯ জনের ডাকাতদল দ্বিতীয় তলার বেলকুনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা এক সঙ্গেই। ডাকাতরা আমাদের ছেলে-মেয়েদের জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বাসায় এলে বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT