3:43 pm , August 23, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীরোত্তম মরহুম শামসুল আলম তালুকদারের ছেলে এবিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসিব আলম তালুকদার। বুধবার দুপুর দুইটায় বাউফলে ১ নং কাছিপাড়া ইউনিয়নে ২০ পরিবারের মধ্যে চাল, আলু, ডাল, পিয়াজ, রসুন, লবণ, সয়াবিন তেল, মুড়ি,হলুদ,মরিচ, শুকনা মরিচ, সাবান, মোমবাতি, বিতরণ করা হয়। হাসিব আলম তালুকদারের আর্থিক সহযোগিতায় তারই নির্দেশক্রমে একদল স্বেচ্ছাসেবী এসব খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই, ছাত্রলীগ সভাপতি নেওয়াজ শরীফ, মোঃ বসার হাওলাদার, মোঃ অনিক তালুকদার, শাহিন আকন প্রমুখ।