বাগদায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত বাগদায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত - ajkerparibartan.com
বাগদায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত

3:42 pm , August 23, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর  ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা, দোয়া-মোনাযাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বাগধা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে বাগধা ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক বজলুর রহমান হাওলাদারের সঞ্চালনায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবুল বাশার হাওলাদার বাদশা, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা মিঠুন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তাজ, ক্রীড়া সম্পাদক ইলিয়াচুর রহমান রিপন, বাগধা ইউনিয়ন যুবলীগের সভাপতি কমল কান্তি বিশ্বাস, সাধারন সম্পাদক মাহাবুব মোর্শেদ লিখন, ছাত্রলীগ নেতা আশিক ভাট্টি, সাইফুর রহমান সাগর।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসিম উদ্দিন সরদার, যুগ্ম সম্পাদক সাইদুর সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ আহম্মেদ, রেমন ভূঁইয়া, অনিমেষ মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক রমণী কান্ত সরকার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, সহ- দপ্তর সম্পাদক প্রদীপ লাহেড়ী উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শহীদ তালুকদার, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজ বেগম, সহ-সভাপতি আভা মুখার্জী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, দেবদুলাল অধিকারী। আলোচনা সভা শেষে বাদ জোহর ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT