দুই ঘন্টার সফরে এসে সাকিব বললেন স্বপ্ন ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপ দুই ঘন্টার সফরে এসে সাকিব বললেন স্বপ্ন ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপ - ajkerparibartan.com
দুই ঘন্টার সফরে এসে সাকিব বললেন স্বপ্ন ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপ

4:00 pm , August 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে বেসরকারী হাসপাতালের বিনামুল্যে ঔষধ বিতরন ও রক্তদান কর্মসুচীতে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দুই ঘন্টার সফরে আসেন তিনি বলে পুলিশ জানিয়েছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, বেলা সাড়ে ১০ টায় বেসরকারী হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে অবতরন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্য সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহন করেন তিনি। বেলা ১২টা ৫ মিনিটে তিনি ঢাকায় ফিরে গেছেন। ওসি আরো জানান, হাসপাতালের প্রতিষ্ঠাতা গৌরনদীর বাসিন্দা লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মনির হোসেনের আমন্ত্রনে তিনি এসেছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রিয় ক্রিকেটারকে দেখতে হাসপাতাল চত্বরে হাজার হাজার সাকিব ভক্তরা ভিড় করেছিলেন। এ সময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সাকিব আল হাসান বলেন, এখানে এরকম একটি মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। বরিশালে ক্রিকেটের ইন্টারন্যাশনাল ম্যাচ যেহেতু হয় না, ডমেষ্টিক ম্যাচও ওইভাবে খেলা হয় না, তাই স্বাভাবিকভাকে বরিশালে আশার সম্ভাবনাটা খুব কম থাকে। এবারে আসতে পেরে খুবই ভালো লাগছে, বরিশালবাসীসহ সারা বাংলাদেশের সবাই আমাকে সবসময় সাপোর্ট করে। তিনি বলেন, বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে এবং সামনে যে ওয়ার্ল্ডকাপ ও এশিয়া কাপ আছে তাতে আমরা ভালো করবো। আপতত স্বপ্ন ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত চিত্র নায়ক নিরব, মেকাপ আর্টিষ্ট সেলিনা মনির প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT