ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স ছুরিকাহত ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স ছুরিকাহত - ajkerparibartan.com
ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স ছুরিকাহত

4:00 pm , August 22, 2023

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর হাসপাতালের একজন সিনিয়র নার্স দুর্বৃত্ত কর্তৃক ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত নার্স সাজমিন জাহান সদর উপজেলার চামটা গ্রামের মো: হাসানের স্ত্রী। ভুক্তভোগী সাজমিন জাহান সাংবাদিকদের জানান, “তিনি প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে ভোরে হাসপাতাল কম্পাউন্ডে হাটাহাটি করতে ছিলেন। এসময় অজ্ঞাত এক দুর্বৃত্ত গামছায় মুখ ঢেকে তার সাথে কথা বলার চেস্টা করে এক পর্যায় কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে তিনি রাজি না হলে দুর্বৃত্ত ব্যক্তি ছুরি বের করে তাকে আঘাত করে। তিনি হাত দিয়ে ছুরির আঘাত ঠেকান এবং রক্তাক্ত জখম হন। পরে তিনি ডাকচিৎকার করলে দুর্বৃত্ত ব্যক্তি দৌড় দিয়ে পালিয়ে যায়।” এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আরএমও মো: মেহেদী হাসান সানি জানান, ‘আমাদের হাসপাতালের একজন সিনিয়র নার্স সকালে দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এধরনের অপ্রীতিকর ঘটনা হাসপাতালে যাতে না ঘটে সেজন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।’
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, উক্ত ঘটনায় একখানা অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করা হচ্ছে। দ্রুত আসামীকে ধরার প্রক্রিয়া চলমান আছে।
হাসপাতালের কয়েকজন সিনিয়র নার্স জানান,“ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আহত নার্স এর হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT