স্বরূপকাঠিতে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব পরিদর্শনে বিশ্ব স্বাস্থ সংস্থার টিম স্বরূপকাঠিতে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব পরিদর্শনে বিশ্ব স্বাস্থ সংস্থার টিম - ajkerparibartan.com
স্বরূপকাঠিতে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব পরিদর্শনে বিশ্ব স্বাস্থ সংস্থার টিম

3:59 pm , August 22, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার ওই কমপ্লেক্সে ৮৫ জন রোগী ভর্তি ছিল। কমপ্লেক্সে বেড তো পরের কথা মেঝেতে, করিডোরেও ঠাই হচ্ছেনা। প্রতিদিনই শতাধীক রোগী চিকিৎসা নিতে আসলেও স্থান সংকুলন না হওয়ায় অনেকেই চিকিৎিসকের পরামর্শ নিয়ে বাড়ী অথবা বরিশাল চলে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ব স্বাস্থ সংস্থার দক্ষিন পূর্ব এশিয়ার কর্মকর্তারা ওই কমপ্লেক্স পরিদর্শনে আসেন। রোগীদের অবস্থার পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়াসহ কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকদের সাথে দিক নির্দেশনা মত বিনিময় করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT