মুলাদী শফিপুর ইউপি চেয়ারম্যান মেম্বারসহ চারজনের বিরুদ্ধে মামলা মুলাদী শফিপুর ইউপি চেয়ারম্যান মেম্বারসহ চারজনের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
মুলাদী শফিপুর ইউপি চেয়ারম্যান মেম্বারসহ চারজনের বিরুদ্ধে মামলা

3:59 pm , August 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী শফিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুসা, হিমু মুন্সি, ৫নং ওয়ার্ড মেম্বার তরিকুল ইসলাম চয়ন, ইউনিয়নের গ্রাম পুলিশ আতাউর রহমান ও মাহবুবুর আকনের বিরুদ্ধে প্রতারনা ও অনিয়মের মাধ্যমে একজনের জমি ওয়ারিশ অন্য জনের নামে দেয়ায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এলাকার চরপদ্মা গ্রামের মিজান খান। মামলা নং- ১৪৮/২০২৩। মামলার বাদী উল্লেখ করেন ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বসবাস করতেন আবেদা খাতুন। তিনি ছিলেন নিঃসন্তান। তিনি মৃত্যুবরণ করলে তার জমি-জমার ওয়ারিশ হন তার স্বামী মোঃ মিনহাজ উদ্দিন ও তার বৈমাত্রি বোন জুলেখা খাতুন। জুলেখা খাতুনের মৃত্যুর পর জমির মালিক হন ওয়ারিশ সূত্রে তার পুত্র আঃ রশিদ সরদার। মৃত্যুবরণকারী আবেদা খাতুনের ওয়ারিশদের বর্ণনা দিয়ে ২০১১ সালে ২৩শে ফেব্রুয়ারি তৎকালিন সময় শফিপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মুন্সি ওয়ারিশ সনদ প্রদান করেন। ঐ ওয়ারিশ সনদপত্রে স্বাক্ষর রয়েছে বর্তমান মামলার ৪নং আসামী গ্রাম পুলিশ আতাউর রহমানের। ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ভোগ দখল করে থাকাকালিন আঃ রশিদ তাহার জমি মিজান খানের কাছে বৈধ কাগজপত্রের মাধ্যমে সাবকবলা করেন। মিজান খান জমিকে সেখানে বাড়ি ঘর নির্মাণ করেন। দীর্ঘ দিন বসবাস করে আসছেন। জমির মিটিশন, রেকর্ড করেন মিজান খান। মামলার ১নং আসামী মাহবুবুর আকন বাদীকে ঐ জমি থেকে উৎখাতের চেষ্টা করেন। এরপরে স্থানীয় শালিস বৈঠক হয়। কাগজপত্র পর্যালোচনা করে শালিসগণ ঐ জমির প্রকৃত মালিক মিজান বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত জানিয়ে দেন। মামলা বাদী চলতি বছওে ৩১শে জুলাই আইনজীবীর মাধ্যমে মামলার ২নং আসামী ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে উকিল নোটিশ পাঠায়। এতে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বললে তারা কোন উত্তর দেয়নি। আসামী সব সত্য ঘটনা জানা সত্ত্বেও বাদীকে উত্তপ্ত করায় এ মামলা দায়ের করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT